আল-আবরার ইসলামিক একাডেমী
আমাদের বৈশিষ্ট সমূহ:
আমাদের বৈশিস্ষ্ট বিশ্বব্যাপী কুরআনের আলো ছড়িয়ে দিতে জেনারেল শিক্ষায় শিক্ষিত কর্মব্যস্ত ভাই-বোনদের সহীহ আকীদাহ ও কুরআন হাদিসের মর্মার্থ বুঝানোর মাধ্যমে আখিরাতমুখী জীবন পরিচালনা করার যোগ্যতা অর্জন করিয়ে দেয়াই আমাদের মুল লক্ষ্য।

দেশ-বিদেশের অসংখ্য শিক্ষার্থী নিয়মিত কোরআনুল কারীম শিখছে আমাদের সাথে
বিশুদ্ধ কুরআন শিখতে সহয়তা করুন সন্তানকে,পরকালে সেও সহায়তা করবে আপনাকে জান্নাতে পৌঁছাতে।
মাতৃত্ব ও পিতৃত্বের গৌরব আল্লাহ তায়ালা আপনাদেরকে দান করেছেন। আল্লাহ বড় মেহেরবান। আপনারা বড় সৌভাগ্যবান। আপনার সন্তান যেন নেক হয়। নেক সন্তানের নেককার মা এবং বাবা যেন আপনারা হতে পারেন। উম্মাহর এই ফুলকলিদের দরদী মালী যেন আমরা হতে পারি। আল্লাহর এই পবিত্র আমানতের উত্তম আমানতদার আমরা যেন হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করুন। আমীন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের দিলের কিছু কথা।
আশাকরি দিল দিয়ে পাঠ করবেন।
প্রিয় অভিভাবক! যে মা ও বাবার কোলে আল্লাহ তায়ালা তার মাছুম বান্দাকে প্রেরণ করেন সেই মা এবং বাবাই তো হলেন তার তালীম ও তারবিয়াতের, তার শিক্ষা এবং দীক্ষার প্রথম ও প্রধান দায়িত্বশীল এবং রোজ হাশরে তারাই তো হবেন প্রথম জিজ্ঞাসিত। এ সমাজ যা আজ প্রায় ভুলতে বসেছে। কতনা উত্তম হতো! যদি আমরা আপনাকে বলতে পারতাম আপনার ঘরেই আপনার শিশুর জন্য দ্বীনি শিক্ষা গড়ে তুলুন। কতনা ভালো হতো! প্রতিটি ঘর যদি তার শিশুর তালীম তারবিয়াতের জন্য প্রস্তুত হতো। কতনা ভালো হতো! একটি নিষ্পাপ শিশুকে অন্তত তার কুরআন শিক্ষার জন্য যদি মায়ের কোল ছাড়তে না হতো।
প্রিয় অভিভাবক! সময়ের পরিবর্তনের সাথে মানুষের মাঝে পরিবর্তন এসেছে, পরিবর্তন এসেছে তার চিন্তা চেন্তার মাঝে। তালীম তারবিয়াতের জন্য কলিজার টুকরো সন্তানকে কোলছাড়া করা, এটা নিঃসন্দেহে অনেক বড় কষ্ট ও কোরবানীর কাজ। তাই কালের এই বিবর্তনে আপনাদের কথা চিন্তা করে দ্বীনি তালীম তারবিয়াতের জন্য আমরা প্রতিষ্ঠা করেছি আল-আবরাবর ইসলামিক একাডেমি। যেখানে আপনার কলিজার টুকরো সন্তান মাতৃ কোলে বসেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানব হিসেবে গড়ে উঠবে।
সম্মানীত অভিভাবক! আমরা বিশ্বাস করি আপনার নিষ্পাপ শিশুটি আপনার কাছে যেমন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমানাত তেমনইভাবে আল-আবরার ইসলামিক একাডেমিতে পড়তে আসা প্রতিটি শিশু আমাদের কাছে আল্লাহর পবিত্র আমানত। সর্বোত্তমভাবে এই আমানাতের হেফাযতে সচেষ্ট হওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।
প্রিয় অভিভাবক! সন্তান যেমন আল্লাহর পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় নেয়ামত ঠিক একইভাবে অনেক বড় পরীক্ষারও বিষয়। মাতৃত্ব এবং পিতৃত্ব যেমন পরম আনন্দ ও সৌভাগ্যের বিষয় তেমনি তা অনেক দায় ও দায়িত্বের বিষয়। আশা করি এ বিষয়ে আপনি সচেতন ছিলেন আছেন এবং থাকবেন। একটি শিশু তো তার মন মানস, চিন্তা চেতনা এবং তার নৈতিক ও চারিত্রিক সত্তার মূল উপাদনগুলো মায়ের কোল থেকে বরং মাতৃগর্ভ থেকেই আহরণ শুরু করে। আশা করি, আপনার সন্তানের আগমনের জন্য পবিত্র একটি গর্ভ, চোখ মেলার জন্য উত্তম একটি কোল এবং বেড়ে ওঠার জন্য নিরাপদ একটি পরিবেশ তাকে উপহার দিতে আপনি সচেষ্ট ছিলেন এবং সামনেও থাকবেন।

এখনই ভর্তি করুন
আপনার কলিজার টুকরো সোনামনির ভর্তি নিশ্চিত করতে সঠিক তথ্য দিয়ে নিচের ফরমটি ফিলাপ করুন।
আল-আবরার ইসলামিক একাডেমির
চলমান পপুলার কোর্স সমূহ
"এ দুনিয়ায় সময় দিন, পরকালে তার গুরুত্ব বুঝবেন”
"যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করবে, তার বাবা-মাকে সেদিন এমন একটি মুকুট দেওয়া হবে, যার আলো পৃথিবী ও আকাশের সকল আলোর চেয়েও বেশি উজ্জ্বল হবে।"
- সহীহ মুসলিম ( হাদিস নং-২৩৯০)
- সহীহ বুখারি (হাদিস নং- ৪৭০০)
