logo-f
কুরআনের আয়াত পড়া মাত্র এখানে কি বলা হয়েছে তা যেন বুঝে আসে, এমন তামান্না প্রায় প্রতিটি মুমিনের ক্বলবে। সেই নেক ইচ্ছাকে পূরণ করতে "আরবি ভাষা কোর্স"। মূল ক্লাসের পাশাপাশি এই কোর্সে তামরীন ক্লাসের ব্যবস্থা রয়েছে, আলহামদুলিল্লাহ। তাই কোর্স শেষে একজ শিক্ষার্থী আরবি পড়তে, ও কুরআনের মর্মার্থ বুঝতে পারবেন ইনশা আল্লাহ