logo-f
হিফজুল কুরআন কোর্সে যে বিষয়গুলো পড়ানো হবে : কুরআন তিলাওয়াত সহীহ ও দ্রুত রিডিংপড়তে পারে এমন সব বয়সী ছেলে মেয়েদের কুরআনুল কারীম মুখস্থ করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের এই হিফজুল কুরআন কোর্স ইনশা আল্লাহ। 🔰 হিফজুল কুরআন কোর্সের পূর্বশর্ত: কুরআন তাজবীদসহ দ্রুত রিডিং পড়া জানতে হবে। ✅ সম্পূর্ণ কুরআন পড়া মুখস্থ হবে [ইনশা আল্লাহ] পাশাপাশি ইসলামী আদর্শের উপর গড়ে উঠার জন্য- ✅ আকিদা অর্থাৎ ইসলামের মৌলিক বিশ্বাস সমূহ, অর্থ সহ চারটি কালিমা পড়ানো হয়। ✅ ফিক্বহ ( অজু, গোসল, অজু ভাঙ্গের কারণ সমূহ, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নামাজ ভাঙ্গের কারণ সমূহ, ছানা, আত্তাহিয়্যাতু, দরুদ শরীফ, দোয়া'য়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, ) ✅ মাসনুন দোয়া ( হাদীসে বর্ণিত বিভিন্ন বিষয়ের ২০টি দোয়া) শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ